১৫ জুলাই, ২০১৮ ২১:৫৪

'গবেষণা ও নতুন জ্ঞান সৃজনে দেশের নেতৃত্ব দেবে জবি'

জবি প্রতিনিধি:

'গবেষণা ও নতুন জ্ঞান সৃজনে দেশের নেতৃত্ব দেবে জবি'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকলেও গবেষণা ও নতুন নতুন জ্ঞান সৃজন এবং বিতরণে একদিন দেশের নেতৃত্ব দেবে। আজ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি’-এর উদ্যোগে ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, সমাজে গবেষকের সংখ্যা অত্যান্ত অল্প, আবার সকলে গবেষক হতে পারে না। কারণ গবেষককে হতে হয় সৃজনশীল। পৃথিবীতে মানব সভ্যতার অগ্রগামীতার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে গবেষকদের।  এসময় তিনি শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং গবেষণার নতুন দ্বার উন্মোচনে এ ধরনের সংগঠনের সাথে যুক্ত হওয়ার তাগিদ দেন।

লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডুর সঞ্চালনায় সেমিনারে ‘কী নোট স্পিকার’ হিসেবে উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী এবং প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি’র মডারেটর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ এসময় বক্তব্য প্রদান করেন। এছাড়াও ছাত্রদের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক সালমান সোহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর