১৬ জুলাই, ২০১৮ ১৬:৫২

ঢাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

ঢাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা এবং ঢাবি প্রক্টরের দায়হীন বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

সোমবার বেলা ১২টায় অনুষ্ঠিত এই মিছিলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জাবির শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’র ব্যানারে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে  শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।

মিছিলে অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক স্বাধীন সেন, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মোঃ এনামউল্লা পারভেজ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক  মোঃ দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর