২১ জুলাই, ২০১৮ ১৫:৪৬

চবিতে 'নববাক'র তিন যুগ পূর্তি উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

চবিতে 'নববাক'র তিন যুগ পূর্তি উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী, ফটিকছড়ি ও ভূজপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নববাক এর তিন যুগ পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল দশটায় বর্ণাঢ়্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

নববাকের সভাপতি নুরে তামজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যের পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক সন্ধ্যা ও ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নববাকের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর