৯ আগস্ট, ২০১৮ ০০:২১

বঙ্গমাতার জন্মদিনে দুস্থদের মাঝে জবি ছাত্রলীগের খাদ্য বিতরণ

জবি প্রতিনিধি:

বঙ্গমাতার জন্মদিনে দুস্থদের মাঝে জবি ছাত্রলীগের খাদ্য বিতরণ

বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে দুই শতাধিক দুস্থদের মাঝে ক্যাম্পাসের  গেটে খাদ্য বিতরণ করা হয়।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আপসহীন লড়াই-সংগ্রামের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বার বার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন-যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতার কাছে ছুটে আসতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন।

জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের আজ ৮৮তম জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতার হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হন তিনি।

বিডি প্রতিদিন/ ৯ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর