৯ আগস্ট, ২০১৮ ১৪:৪৪

নোবিপ্রবিতে উপাচার্যের দফতরে শিক্ষার্থীদের তালা

নোয়াখালী প্রতিনিধি:

নোবিপ্রবিতে উপাচার্যের দফতরে শিক্ষার্থীদের তালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে উপাচার্যের দপ্তরসহ প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য এম অহিদুজ্জামান। 

শিক্ষার্থীদের ৯ দফার মধ্যে আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা, পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ নির্ধারণের দফাগুলো রয়েছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন চাদি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে আসছে। যার কারণে তারা আন্দোলনে নামে। 

প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান জানান, শিক্ষার্থীরা তাদের দাবির নিয়ে সকালে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু এর আগেই তারা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সকাল ১১টা থেকে অনির্দিকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকরা। এতে সব ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর