১২ আগস্ট, ২০১৮ ১২:৪৪

অসদাচরণের অভিযোগে নোবিপ্রবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নোয়াখালী প্রতিনিধি:

অসদাচরণের অভিযোগে নোবিপ্রবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক সমস্যার স্থায়ী সমাধান ও সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। বৃহস্পতিবার আন্দোলরত শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরসহ প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপাচার্য এম অহিদুজ্জামানসহ শিক্ষকরা প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন।

এই ঘটনার প্রতিবাদে ওইদিন বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবদুল্লাহ-আল-মামুন জানান, ক্যাম্পাসে শিক্ষকদের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথাযথ উদ্যোগ না নেয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/১২ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর