১৩ আগস্ট, ২০১৮ ১৩:০৯

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, চবিতে শিক্ষার্থীর মাথা ফাটালো ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, চবিতে শিক্ষার্থীর মাথা ফাটালো ছাত্রলীগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ইয়াকুব রাসেল নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ইয়াকুব রাসেল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কলকাতার ভিত্তিক জনপ্রিয় কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৮ সেরা আটে ছিলেন রাসেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগ আনে ছাত্রলীগ। মারধরকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলমের অনুসারী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।

মারধরের পর ইয়াকুব রাসেলকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। তার মাথায় গুরুতর জখম থাকায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভাশীষ চৌধুরী শুভ জানান, আহত ইয়াকুব রাসেলের মাথায় জখম হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মারধরের বিষয়টি স্বীকার করে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনছুর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ কটূক্তি করলে ছাত্রলীগ কর্মীরা ইয়াকুব রাসেলকে প্রতিহত করেছে। আমাদের কাছে স্ক্রিনশট আছে। নেত্রীর বিষয়ে কোন আপোষ নাই। এটি একটি চলমান প্রক্রিয়া। কটূক্তিকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

চবির আরেক মিরাক্কেলিয়ান কায়কোবাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সব কিছু নিয়ে কমিডি করা যায় না। সুতরাং আমাকে এমন কিছু করতে হবে যাতে অন্য কারো দৃষ্টিকটু না হয়।

বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর