১৫ আগস্ট, ২০১৮ ১৬:১১

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুমা গ্রেফতার

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুমা গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এভাবে রাস্তায় বসে থাকতে দেখা যায় লুমাকে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুমাকে (২১) সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর ৬টার দিকে জেলার বেলকুচি থানার অন্তর্গত বড়ধুল ইউনিয়নের খিদ্রচাপড়ী গ্রামে তার দাদা বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

লুমা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজের ২০১৪-১৫ সেশনের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক তার গ্রেফতার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন। বেলকুচি থানা পুলিশ এবং ডিএমপির মামলার তদন্ত টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২১০৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর