১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৯

ঢাকায় হচ্ছে 'বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়'

অনলাইন ডেস্ক

ঢাকায় হচ্ছে 'বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়'

প্রতীকী ছবি

'বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ নামে ঢাকার আশকোনায় দেশের প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। শতভাগ তথ্যপ্রযুক্তি নির্ভর এ বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা নেয়া, অর্থ বরাদ্দ ও স্থান নির্বাচনের কাজ শেষ হয়েছে। এই বিশ্ববিদ্যালয় চালু হলে এ বিষয়ে লেখাপড়া করার জন্য দেশের বাইরে ছুটতে হবে না শিক্ষার্থীদের।  

জানা যায়, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মতি দিয়েছেন।  

এদিকে, বিশ্বদ্যিালয়টির জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১২ একর জমি বরাদ্দ দিয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে তিনটি ফ্যাকাল্টিতে মোট ১০টি বিভাগ চালু করা হবে। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও  স্নাকোত্তর প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর