১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৫২

জাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ১৭১ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ১৭১ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান। 

এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হবে জাবির ৪৮তম আবর্তন। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৮৮৯টি। আর এর বিপরীতে প্রাথমিকভাবে আবেদন করেছেন মোট ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন ভর্তিচ্ছু। ফলে এবারের ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১জন ভর্তিচ্ছু।

এরই মধ্যে প্রকাশ করা হয়েছে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) পরীক্ষা। ‘এ’ ইউনিটের পাশাপাশি ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা।

২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)। একই দিন ৩ অক্টোবর হবে ‘আই’ ইউনিটের (বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা। পরদিন ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)। ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)। ৯ অক্টোবর ‘সি-১’ (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব) ও ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং সর্বশেষ ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘জি’ ইউনিট (আইবিএ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষা কেন্দ্রীক বিস্তারিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.ju-admission.org থেকে জানা যাবে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর