Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:২৭ অনলাইন ভার্সন
শাবির সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী ২১ সেপ্টেম্বর
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাবির সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী ২১ সেপ্টেম্বর
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবি) সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘সমাজবিজ্ঞান বিভাগ রজত জয়ন্তী-২০১৮’ এর সদস্য সচিব মো. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মোজাম্মেল হোসেন রাইহান ও আশীষ কুমার বণিক। 

সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ডিস্টিংগুইশ স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. আই. মাহাবুব, কিনোট স্পিকার হিসেবে থাকবেন শাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল গণি, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানের কনভেনার হিসেবে আছেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow