২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৪

ইবিতে মাছের পোনা অবমুক্তকরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে মাছের পোনা অবমুক্তকরণ

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুর ও লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

 
সোমবার বেলা ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

পরে বিশ্ববিদ্যালয়ের লেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলিমুজ্জামান (টুটুল), এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, ফিল্ড অ্যাসিসটেন্ট শিরিন নাহারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের পুকুর ও লেকে রুই, কাতল, মৃগেল ও কালবাউস সহ বিভিন্ন ধরনের ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর