২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৪৯

শাবিতে চ্যারিটি বইমেলা শুরু মঙ্গলবার

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিতে চ্যারিটি বইমেলা শুরু মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ১২ দিনব্যাপী চ্যারিটি বইমেলা ‘স্বপ্নোত্থান বইমেলা-২০১৮’ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এ বইমেলার অায়োজন করছে। 

সোমবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব বলেন স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক রিজওয়ান পলাশ। 

তিনি আরও বলেন, প্রথমবারের মত এককভাবে স্বপ্নোত্থান এই বইমেলার আয়োজন করতে যাচ্ছে। বইমেলায় ১৭টি প্রকাশনীর স্টল থাকবে এবং সব বইয়ের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় থাকবে। বইমেলা থেকে উপার্জিত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের পিছনে ব্যয় করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বই মেলা চলবে। মেলা শেষ হবে আগামী ৬ অক্টোবর।

উল্লেখ্য, নানা ধরণের স্বেচ্ছাসেবী কাজের মধ্য দিয়ে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০০৭ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বপ্নোত্থান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর