২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৪

শাবিতে চ্যারিটি বইমেলা শুরু

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিতে চ্যারিটি বইমেলা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২দিনব্যাপী চ্যারিটি বইমেলা ‘স্বপ্নোত্থান বইমেলা-২০১৮’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এই বইমেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। 
 
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য এ ধরনের আয়োজন সর্বদাই প্রশংসাযোগ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছে। 

সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, স্বপ্নোত্থানের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, প্রভাষক এএসএম আবু সায়েম, রিয়াদুল ইসলাম সোহেল, বর্তমান সভাপতি মাহদীন আল নাফি, সাধারণ সম্পাদক রিজওয়ান পলাশ প্রমুখ।

উল্লেখ, শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা চলবে। 

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর