১৬ অক্টোবর, ২০১৮ ১৮:২৫

আগামীকাল থেকে ইবিতে দুর্গাপূজার ছুটি

ইবি প্রতিনিধি:

আগামীকাল থেকে ইবিতে দুর্গাপূজার ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে আগামী রবিবার (২১ অক্টোবর) পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কর্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারি, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রেস বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানান।
 
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সকল ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। সকল ধর্মই শান্তি ও মানব কল্যাণের কথা বলে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও সুসংহত করবে এটাই প্রত্যাশা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর