২১ অক্টোবর, ২০১৮ ১৭:২২

রাবিতে ভর্তিচ্ছুর গলায় ছুরি ধরে ছিনতাই

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে ভর্তিচ্ছুর গলায় ছুরি ধরে ছিনতাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা দুই ভর্তিচ্ছুর গলায় ছুরি ধরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড়ে এ ঘটনা ঘটে। তারা দুজনই ময়মনসিংহ থেকে রাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।

ভুক্তভোগী দুই ভর্তিচ্ছু জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে বাসে করে এসে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে নামেন। পরিচিত কেউ না থাকায় ফটকের দেয়ালে ‘থাকার সুব্যবস্থা আছে’ বিজ্ঞাপন সম্বলিত পোস্টারের নম্বরে ফোন দেয় তারা। পরে রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জাকির এসে তাদের থাকার ব্যবস্থা করার কথা বলে নিয়ে যায়। তারা অক্ট্রয় মোড়ের গলির সামনে এলে তিন-চার জন এসে তাদের ঘিরে ধরে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকা-পয়সা দিয়ে দিতে বলে। ভ‚ক্তভোগীদের অভিযোগ, ছিনতাইকারীদের সঙ্গে জাকিরুল ইসলামের পরিচয় রয়েছে।

অভিযোগ অস্বীকার করে শনিবার রাতে জাকিরুল ইসলাম জাকির বাংলাদেশ প্রতিদিন বলেন, আমি নিজেই ছিনতাইয়ের শিকার।
তবে রবিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কথা বলার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, জাকির নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের কোনো শিক্ষার্থী নেই।

সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আওয়াল কবির বাপ্পা জানান, জাকির নামে তাদের কোনো সহপাঠী নেই। 

এ বিষয়ে প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনার তদন্ত করছে। সেই সঙ্গে জাকিরের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর