২২ অক্টোবর, ২০১৮ ১৭:৩৯

বেরোবিতে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে কর্মসূচি

বেরোবি প্রতিনিধি:

বেরোবিতে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে কর্মসূচি

জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে সোমবার বেরোবি রোভার স্কাউট'র আয়োজনে জনসচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কমোড়ে এক শোভাযাত্রা বের করে। 

এ সময় উপস্থিত ছিলেন বেরোবি রোভার স্কাউট লিডার (আরএসএল) ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রশীদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক আসিফ আল মতিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শিক্ষক চার্লস ডারউইন এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম । 

এসময় রোভার স্কাউটের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয় । 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর