২৩ অক্টোবর, ২০১৮ ১৫:৫৫

নোবিপ্রবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় নোয়াখালী পৌরসভা

নোয়াখালী প্রতিনিধি

নোবিপ্রবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় নোয়াখালী পৌরসভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের আবাসনসহ সকল সহযোগিতার বিষয়ে উদ্যোগ নিয়েছে নোয়াখালী পৌরসভা। এ বিষয়ে আজ সকালে নোয়াখালী পৌরসভা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পৌরসভার চারটি স্থানে শিক্ষার্থীদের জন্য সেবাকেন্দ্র স্থাপন, খাবারের ব্যবস্থা, পৌর এলাকায় অবস্থিত সকল মসজিদ, পৌর কার্যালয়ের তৃতীয় তলা ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল মেয়র কর্তৃক নির্ধারিত বাসায় আবাসনের ব্যবস্থা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা, যাতায়াতের সুবিধার্থে জাতীয় পতাকা সম্বলিত মোটর বাইকের ব্যবস্থা, পৌরসভার লোগো সম্বলিত কলম প্রদান এবং শিক্ষার্থীদের সার্বিক তত্বাবধানে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

উল্লেখ্য, আগামি ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৬টি ইউনিটে ৭০ হাজার ২৯৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। 

প্রেস ব্রিফিংয়ে কাউন্সিলর সৈয়দ আহসান হাবীব হাসান, নির্বার্হী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল দত্ত উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর