১২ নভেম্বর, ২০১৮ ২০:৪৬

নোবিপ্রবিতে আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি:

নোবিপ্রবিতে আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেক কেটে ও বেলুুন উড়িয়ে আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, অনুষদসমূহের ডিন, আইআইএস ইনস্টিটিউটের এর পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আইআইএস ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী । 

উদ্বোধন শেষে উপাচার্য সময় সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, উদ্ভাবনী আইডিয়া এবং চিন্তা ভাবনার মাধ্যমে দেশ এগিয়ে যায়। কাস লেকচার ও পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যখন কো-কারিকুলাম এক্টিভিটিস হিসেবে হাল্ট প্রাইজ এর মত উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন তাদের মেধা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি হাল্ট প্রাইজ এর উত্তোরত্তোর সফলতা কামনা করেন। উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ক্যাম্পাসের  গোল চত্ত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর