১৫ নভেম্বর, ২০১৮ ০০:১৩

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকার নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। বুধবার রাত দশটার দিকে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাদেক হোসাইন টিপুর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট হয়ে আবারও সোহরাওয়ার্দী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ মিছিলের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ঢাকার নয়া পল্টনে পুলিশের ওপর বিএনপির সন্ত্রাসীরা পূর্বের ন্যায় অতর্কিত হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে। তার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সদস্য মুজিবুর রহমান, মামুনুর রশিদ মুন্না, নেছারুল করিম, কায়ছার শাকিল, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহবুব, মাহির মোহাম্মদ মাহফুজ, শাহাদাত হোসাইন, রাকিব, মাসুদ রানাসহ অনেকে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর