১৫ নভেম্বর, ২০১৮ ১৬:৪১

রাবিতে বিসিএস ফরম পূরণের নামে প্রতারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে বিসিএস ফরম পূরণের নামে প্রতারণা

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফরম পূরণে প্রতারণার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের ভেতরের কয়েকটি দোকানদারের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর ফরম ভুল ভাবে পূরণ করে দেওয়ায় পরীক্ষায় তাদের বসতে পারা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতারণার বিষয়টি প্রক্টরকে জানানো হলে অভিযুক্ত দোকানদারদের আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বেলা দুইটার দিকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- মোস্তাক আহমেদ মামুন, আরিফ হোসেন ও রফিকুল ইসলাম। এদিকে ভুক্তোভোগী হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোমিন হোসেন বাদী 
হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, প্রতিবন্ধী না হওয়া স্বত্ত্বে ও প্রায় তিন শতাধিক প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধী কোটায় ফরম পূরণ করে দিয়েছে অভিযুক্ত দোকানিরা। শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি ৭০০ টাকা নিয়েছে দোকানিরা। আর প্রতিবন্ধী কোটায় ১০০ টাকায় ফরম পূরণ করায় ৬০০ টাকা করে হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি চক্ষুগোচর হলে সাংবাদিকসহ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে তাদেরকে আটক করে প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করে তাদের পুলিশে দেয়া হয়।

এ ঘটনায় ৪০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এমন শঙ্কা প্রকাশ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তবে পিএসসির বরাত দিয়ে রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু ভুক্তভোগী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, পিএসসির সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ সন্ধ্যা ৬ টার মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছে তারা। পাঠানোর পর পিএসসি প্রয়োজনীয় উদ্যোগ নিবে এবং শিক্ষার্থীদের জন্য টাকা প্রদানের ৭২ ঘন্টা সময় বাড়ানো হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের সাথে প্রতারণাকারীদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর