১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:০১

পরীক্ষা পেছানোর দাবিতে কুয়েটে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পরীক্ষা পেছানোর দাবিতে কুয়েটে ক্লাস বর্জন

পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জন করেছেন। একাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়েছেন আন্দোলনরত এসব শিক্ষার্থীরা। 

জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংসদ নির্বাচনের আগে আগামী ২২ ও ২৭ ডিসেম্বর এবং নির্বাচনের পরে ৩ জানুয়ারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছেন। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা এই সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তারা ধারাবাহিক ক্লাস বর্জনসহ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। 

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ দাবির বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর