১৪ ডিসেম্বর, ২০১৮ ২১:২২

গাইবান্ধায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গাইবান্ধায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো জাবি শিক্ষার্থীরা

ইউথ ফর স্যোসাল এইড। সংক্ষেপে 'ইফসা'। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি অন্যতম সামাজিক সংগঠন। ২০১৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জাবির সকল শ্রেণির কাছে অত্যন্ত সুপরিচিত। 

সংগঠনটির নিয়মিত কার্যক্রমগুলোর একটি হল- "ওয়ার্মথ ফর অল"। সুবিধাবঞ্চিতদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। প্রতি বছরের ধারাবাহিকতায়  এ বছরেও "ওয়ার্মথ ফর অল-২০১৮" কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। শুক্রবার গাইবান্ধা জেলার কাপাসিয়া চরে ৭০১ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই কর্মসূচি পালিত হয়।

শীবতবস্ত্র বিতরণ কার্যক্রমের এবারের আহ্বায়ক ছিলেন আবু তোবার আতিফ, অর্থ-সম্পাদক ছিলেন মুশফিকুর লিমন, সহ আহ্বায়ক ছিলেন খোকন মিয়া এবং আয়েশা সিদ্দিকা রুনা।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইফসার কেন্দ্রীয় কমিটির সভাপতি জিহাদ দিদার, জাবি শাখা সভাপতি আশীক আল অনিক, সাধারণ সম্পাদক আবু নাহিয়ান, অর্থ-সম্পাদক সিকদার সঞ্চিতা তাসনিম এবং আতিফ, মাসুম, সুজন, উর্মি, রুনা, মুজিবুল রাকিব ও বিউপি শাখার তুষার।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর