১৭ ডিসেম্বর, ২০১৮ ০২:৫৫

ছাত্রলীগকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির

অনলাইন ডেস্ক

ছাত্রলীগকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে তিন সাংবাদিককে আটকে মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সাংবাদিক সমিতি। 

রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে। 

সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত এক মাসে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। অথচ একটি ঘটনাতেও ছাত্রলীগ জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অনেক ক্ষেত্রে দায়সারা দুঃখ প্রকাশ করেই তারা ঘটনায় জড়িতদের শাস্তি প্রদান থেকে বিরত থেকেছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর