১৫ জানুয়ারি, ২০১৯ ১৬:৪৯

রাবির একাডেমিক ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবির একাডেমিক ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী তিনতলার ছাদের কার্নিশ ভেঙে থেকে পড়ে আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের পশ্চিম-উত্তর প্রান্তের তিনতলা থেকে নিচে পড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত শিক্ষার্থীর নাম শাখাওয়াত হোসেন সজীব। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, সকালে ক্লাস শুরুর আগে সজীব বন্ধুদের সঙ্গে ছাদে ওঠেন। তিনি রবীন্দ্র ভবনের ছাদের উত্তর পশ্চিম কোণে কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছাদের কার্নিশসহ কিছু অংশ ধ্বসে তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা তাকে রামেকে ভর্তি করে। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ওই শিক্ষার্থী বর্তমানে রামেকে চিকিৎসাধীন রয়েছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর