১৫ জানুয়ারি, ২০১৯ ১৮:১৪

ইবিতে নবীন শিক্ষার্থীর মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

ইবি প্রতিনিধি:

ইবিতে নবীন শিক্ষার্থীর মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দুই’শ নবীন শিক্ষার্থীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের মাঝে এ আত্মজীবনী বিতারণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইঁয়া, অর্থনীতি বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, বিভাগীয় সভাপতি ড. আবু রাযহান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী অধ্যাপকপার্থ সারথি লস্কর, সহকারী অধ্যাপক  আব্দুল জলিল পাঠান, সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহীন, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ছাত্রলীগ নেতা রিজভী আহমেদ পাপন, আল আমিন, বিল্পব হোসেন প্রমূখ।

ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রেরণা প্রদান করতে আমার এ উদ্যোগ। এবছর আমি নবীন শিক্ষার্থীদের মাঝে ২০০ কপি ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছি। আগামী বছর বিশ্ববিদ্যালয়ের সকল নবীন শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করার আশা পোষণ করছি।’

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর