১৮ জানুয়ারি, ২০১৯ ১৯:৪০

রাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলামকে মারধর করার অভিযোগ ওঠেছে। শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কয়েকজন যুবক তাকে মারধর করে বলে জানা গেছে।

মারধরের শিকার মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে মারধরকারীর কাউকেই চিনতে পারেননি বলে জানিয়েছেন মাজহারুল।

মারধরের বিষয়ে জানতে চাইলে মাজহারুল বলেন, “টিউশনের লিফলেট বিতরণ করার জন্য আমরা কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বসে আলোচনা করছিলাম। এসময় কয়েকজন যুবক এসে আমাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আমরা এখানে বসে কী করছি সেটা তারা জানতে চায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। পরে তারা আমাদের ওখানে রেখে চলে যায়। সেখান থেকে আমার বন্ধুরা আমাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় টিউশনের লিফলেট বিতরণ করার জন্য মাজহারুলসহ কয়েকজন শিক্ষার্থী শহীদ মিনারে বসে আলোচনা করছিল। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে মাজহারুলকে মারধর করেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘মাজহারুল নামের ওই ছেলেকে মারধর করা হয়েছে কিনা আমি জানি না। তবে বিকেলে কয়েকজন শিক্ষার্থী আমাকে খবর দেয় যে, শহীদ মিনারে টিউশন লিফলেট বিতরণের আলোচনার নামে ছাত্রদল ও শিবিরের ছেলেপেলে মিটিং করছে। খবর পেয়ে আমি ওখানে যাই। গিয়ে আমি কোনো মারধরের ঘটনার কথা শুনিনি, দেখিওনি।’

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর