২০ জানুয়ারি, ২০১৯ ১৬:০৩

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা সোমবার

নেত্রকোনা প্রতিনিধি

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা সোমবার

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের মৌখিক পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হবে এ পরীক্ষা। শিক্ষার্থীদের প্রোফাইল দেখে তথ্য যাচাইয়ের মাধ্যমে তিনটি বিষয়ে ৯০ জন শিক্ষার্থী নেয়া হবে। 

বাংলা, ইংরেজি ও অর্থনীতির প্রতিটি বিভাগ থেকে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষাথী। এরপর আগামী ফ্রেব্রুয়ারি থেকেই ক্লাস শুরুর কথা জানালেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কাজী নাসির উদ্দিন। রাজুর বাজার নেত্রকোনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) ডরমেটরি ভবনের শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেই হবে এ পরীক্ষা। 

এর আগে গত ২২ ডিসেম্বর নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে কলা সামজিক বিজ্ঞান অনুষদে ৯০টি আসনে লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী অংশ নেন। 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর