১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:১৫

দ্বিতীয় দিনের মত মধুতে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দ্বিতীয় দিনের মত মধুতে ছাত্রদল

ডাকসু নির্বাচনকে সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মত মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে বুধবার প্রায় ৯ বছর পর সেখানে এসেছিলেন তারা। 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসেন। পরে তাদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। পরে দুপুর দেড়টার দিকে মধুর ক্যান্টিন ত্যাগ করেন তারা।
এদিনও মধুর ক্যান্টিনে আগে থেকেই অবস্থান করছিলেন ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। তবে কাউকে স্লোগান দিতে দেখা যায়নি। পরে সেখানে একটি সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এতে শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং ক্যাম্পাসে ‘স্থায়ী সহাবস্থান’ নিশ্চিতের দাবি জানান সংগঠনটি। 
সংবাদ সম্মেলনে রাজিব আহসান বলেন, আমরা সবসময় ক্যাম্পাসে আসতে চাই। আমাদের কর্মীরা যেন বিনা বাধায় হলে অবস্থান করতে পারে সেটির নিশ্চয়তা চাই। আমরা সবসময় ক্যাম্পাসে আমাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর