১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২০

উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাহিরে একাডেমিক ভবনে স্থাপনের দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বামপন্থী প্রগতিশীল ছাত্রজোট। 
এর আগে, মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘প্রশাসন ছাত্রলীগের দাবি মেনে ভোটকেন্দ্র হলে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি নির্বাচনে প্রার্থীতার বয়স ৩০ নির্ধারণ করেছে তাদেরই কথায়। যদি হলে ভোটকেন্দ্র স্থাপন করতেই হয়, তবে সেখানে আগে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গেস্টরুম-গণরুম বন্ধ করতে হবে। তা সম্ভব না হলে ভোটকেন্দ্র অবশ্যই একাডেমিক ভবনে করতে হবে।’ 

প্রায় দেঢ় ঘন্টা সেখানে অবস্থান করে তারা। একই দাবিতে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর