১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২২

লিডিং ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

লিডিং ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন

সংগৃহীত ছবি

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (এলইউমুনা) উদ্যোগে তৃতীয় বারের মতো ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।  

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় ‘সামাজিক সক্ষমতার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

এবারের সম্মেলনে ১৮০টিরও বেশী দেশের প্রতিনিধিত্ব করছে ৩২৫ জন প্রতিনিধি। যার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনের ভারত ও নেপালের রয়েছেন ১৩ জন প্রতিনিধি। এই প্রতিনিধিরা এসেছেন দেশ ও বিদেশের ৪৫টিরও বেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এ সম্মেলনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সক্ষমতা, মানবাধিকার, নারী উন্নয়নসহ বৈশ্বিক নিরাপত্তা বিধানে আলোচনা করবেন প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি, জ্যেষ্ঠ সাংবাদি ইকরামুল কবির, এলইউমুনার উপদেষ্টা তাহরিমা চৌধুরী জান্নাত, প্রতিষ্ঠাতা সভাপতি নাফিজ ইবনে সোহেল এবং সেক্রেটারি জেনারেল ইজাজুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর