১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:২৫

চবিতে টিএসসি চায় ছাত্রলীগ

চবি প্রতিনিধি

চবিতে টিএসসি চায় ছাত্রলীগ

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টিএসসির দাবিতে ব্যাপক লেখা-লেখির পর এবার একই দাবিতে মাঠে নামল ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করে তারা। 

শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপুর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সাবরিনা চৌধুরীসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এতো বড় ক্যাম্পাসে টিএসসি থাকবে না এটা হতে পারে না। অতি সত্তর দাবি মেনে টিএসটি গড়ে তুলতেই হবে। শুধু মাত্র প্রশাসনের অনিচ্ছার কারণেই এমনটাই হচ্ছে। আমরা আশা করব আগামী কিছু দিনের মধ্যেই টিএসসি নির্মাণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে।

তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ। ২১০০ একরের এই ক্যাম্পাস, অথচ নেই কোনো টিএসসি। প্রগতিশীল রাজনীতির চর্চা, মাদক নির্মূল ও অসামাজিক কাজ থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে আমরা ছোট পরিসরে হলেও একটি টিএসসি চাই।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বর্ষা বলেন, শুধু ছাত্রলীগ নয়, টিএসসি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও দাবি। ঢাবিতে থাকলে আমাদের কেনো থাকবে না? শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে টিএসসি গড়ে তুলতেই হবে। বিশ্ববিদ্যালয়ে স্থান, টাকা কিছুরই অভাব নেই। এটি আমাদের প্রাণের দাবি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর