১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০৭

জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে চাই: জাফর ইকবাল

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে চাই: জাফর ইকবাল

বিশিষ্ট লেখক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ড. শামসুজ্জোহা ছিলেন মহান শিক্ষক। তিনি নিজের বুক আগলে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শহীদ হন। জাতীয় শিক্ষক দিবস হিসেবে শহীদ শামসুজ্জোহা দিবসের থেকে উপযুক্ত দিন আর হয় না। যদি কোন দিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করতে হয় তাহলে আজকের এই দিনকেই শিক্ষক দিবস হিসেবে চাই।’

সোমবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জোহা দিবস’ উদযাপন উপলক্ষে শহিদ শামসুজ্জোহা স্মরণ কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

এর আগে শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণে  অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে অবস্থিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও প্রক্টর ড. শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর