১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৩৩

জবিতে দেশীয় অস্ত্রসহ ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

জবি প্রতিনিধি:

জবিতে দেশীয় অস্ত্রসহ ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার কোতয়ালী থানার পুলিশ ক্যাম্পাসে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান পিপিএম মামলা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান পিপিএম বলেন , ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় গত সোমবার কোতয়ালী থানার উপ পরিদর্ষক খালিদ শেখ বাদী হয়ে একটি মামলা করেন। এতে জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলামের কর্মী তরিকুল ইসলাম রিমন অরফে ছোট তরিকুল, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মী কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটনসহ আরো ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলাটি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগীতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবু সায়েমকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছি।

উল্লেখ্য, গত সোমবার বেলা ১১টার থেকে বিকাল ৫টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম-সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের অনুসারী এবং পদপ্রত্যাশী বিদ্রোহী নেতা-কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ উভয় পক্ষের ৪০ জন আহত হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর