১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৪৫

জবিতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জবি প্রতিনিধি

জবিতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে বারবার ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকরা নির্মম হামলার শিকার হচ্ছে। সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেয়ার কথা। সেখানে জবি প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। কর্তৃপক্ষের অসচেতনতা এবং অবহেলার কারণে ক্যম্পাসে কিছু উগ্র শিক্ষার্থী সুযোগ পেয়ে যায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আরো কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট এর আহবায়ক জাহিদুল ইসলামের সাদেকের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও যুগান্তরের জবি প্রতিনিধি হুমায়ুন কবির হুমু, যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানা রাহি, জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিপু রায়হান, বিডি নিউজ টুয়েন্টিফোর এর ফখরুল ইসলাম, ইউএনবি এর আজিজুল হক, দৈনিক করতোয়ার শাপলা সোমাসহ সাংবাদিক জোটের অন্যান্য বক্তারা।

মানববন্ধন শেষে সাংবাদিকগণ কালো ব্যাজ ধারণ করে পুরো ক্যাম্পাসে মৌন মিছিল করেন।

বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর