২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৪

চাঁদে ঘুরলেন শাবি শিক্ষার্থীরা!

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চাঁদে ঘুরলেন শাবি শিক্ষার্থীরা!

ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চাঁদ ঘুরে দেখলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন সাস্ট অলিক টিমের তৈরি ‘লুনার ভিআর’ অ্যাপের প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা এ সুযোগ পান।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের জ্যোর্তিবিজ্ঞান বিষয়ক সংগঠন ক্যাম-সাস্ট ‘একাডেমিক ভবন-এ’র ১২৯নং রুমে এ প্রদর্শনীর আয়োজন করে। এসময় আগত শিক্ষক ও শিক্ষার্থীরা চাঁদের উপরিভাগ থেকে চাঁদকে দেখাসহ চাঁদে দাড়িয়ে সূর্যগ্রহণ উপভোগ ও চাঁদের পৃষ্ট ঘুরে দেখার সুযোগ পান। 

এছাড়াও ঐদিন বিকাল ৩ টায় টিম অলিকের সদস্যদের নিয়ে একটি সেশন টক অনুষ্ঠিত হয়। এসময় তারা তাদের কাজের অনুপ্রেরণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও যারা এরকম প্রতিযোগিতায় অংশ নিতে চায় তাদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

ক্যাম-সাস্টের সভাপতি সৈয়দ নাভিদ রেজা বলেন, প্রদর্শনীতে দর্শকদেরকে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে চাঁদ দেখানো হয়। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী চলে যা প্রায় দেড়শ দর্শক উপভোগ করেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর