২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২২
ইউজিসি চেয়ারম্যান

মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিন

নিজস্ব প্রতিবেদক

মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিন

বিশ্ববিদ্যালয়গুলোকে মেধাবী, দক্ষ  ও যোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা শিথিল করবেন না। ‘বার্ষিক কর্মসম্মাদন ব্যবস্থাপনা: প্রেক্ষিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক কর্মশালায় আজ শুক্রবার এসব কথা বলেন তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর আয়োজন করে।

অধ্যাপক আবদুল মান্নান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন পর্যায়ে দুর্নীতি কাম্য নয়। তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানান।

কর্মশালায় সভাপতিত্ব করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রদান করা হচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর