২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:১৯

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতা শুরু

ইবি প্রতিনিধি

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতা ২০১৯ শুরু হয়েছে। 

শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। প্রতিযোগীতায় ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ৯ টি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের টিম এবং ৭টি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের টিম অংশ নেয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, একুশ শতকের উপযুক্ত মানবশক্তি তৈরিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। তাছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড দেহ ও মনকে সুস্থ রাখার পাশাপাশি আমাদেরকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত রাখে।

শারিরীক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হ্যান্ডবল টুর্নামেন্ট। পরে আগামী ১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হবে বাস্কেটবল টুর্নামেন্ট। আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে টুর্নামেন্ট দুটির কার্যক্রম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর