২১ মার্চ, ২০১৯ ১৩:৫৮

চাকসু নিয়ে নীতিমালা রিভিউ কমিটি গঠন

চবি প্রতিনিধি

চাকসু নিয়ে নীতিমালা রিভিউ কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সফল করার লক্ষ্যে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শফিউল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের নীতিমালা রিভিউ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ কমিটি গঠন করা  হয়। এ কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। 

কমিটির অন্য সদস্যরা হলেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম আবু নোমান, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমীর মোহাম্মাদ নসরুল্লাহ, সহকারী প্রক্টর লিটন মিত্র ও সদস্য সচিব হিসেবে রয়েছেন, নির্বাচন শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফেতেখার উদ্দিন চৌধুরী বলেন, বুধবার আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি চাকসু নির্বাচন দিব। চাকসুর যে নীতিমালা রয়েছে সেটিকে সংশোধন ও যুগোপযোগী করতে করবে। ডাকসুর নীতিমালা আমরা সংগ্রহ করব। চাকসুর যে নীতিমালা রয়েছে সেটি সংশোধন করে নতুন নীতিমাল গঠন করার জন্য পাঁচ সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর