২৬ মার্চ, ২০১৯ ১৪:৩৬

নোবিপ্রবিতে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত

নোয়াখালীতে প্রতিনিধি

নোবিপ্রবিতে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত উচ্চারণ, শপথ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নির্দেশনায় কেন্দ্রীয় খেলার মাঠে ব্যতিক্রমী আয়োজনে সহস্র কণ্ঠে ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মহান ন্বাধীনতা দিবস ২০১৯ সফল হোক’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন। 

পরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফারুক ও রেজিস্টার মোমিনুল হক প্রমুখ। 
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর