হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের এবং দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
এ সময় বক্তব্যে উপাচার্য বলেন, ‘শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহত ও দুষ্কৃতিকারীদের দ্বারা নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনা আমাদের ব্যথিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশে এমন তাণ্ডব যারা চালিয়েছে আমরা তাদের সুষ্ঠু বিচার দাবি করি’।
বিডি-প্রতিদিন/বাজিত