দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের (কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ) চলমান বন্যা পরিস্থিতিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার এক ভার্চুয়াল সভা শেষে এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণির মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ বিভিন্ন মাধ্যমে পাঠানো শুরু করেছেন।
বন্যাকবলিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে ভার্চুয়াল সভায় বক্তারা বলেন, আমরা এমসিজে পরিবার বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আপনারাও যার যার জায়গা থেকে ত্রাণ কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করুন। আমরা শুকনো খাবার, লাইভ জ্যাকেট, ফার্স্ট এইড মেডিসিন, মেডিকেল ইকুইপমেন্টসহ যে জিনিসগুলো বন্যাকবলিত এলাকার জন্য সবচেয়ে বেশি জরুরি সেগুলো ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করছি।
বিডি প্রতিদিন/জুনাইদ