জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী শাখায় সেশনজট, দাপ্তরিক নানা সমস্যা নিরসনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে অধ্যায়নরত ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার নুভা, তন্বী সরকার, তামান্না আক্তারসহ অনেকে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী শাখার শিক্ষার্থীরা সেশনজট সহ দাপ্তরিক নানা সমস্যায় ভুগছেন। দ্রুত এ সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। এছাড়াও ডিগ্রী পরীক্ষার রুটিন প্রকাশিত হলেও এতে সময়সীমা কমিয়ে আনার দাবিও করেন তারা। পরে জেলা প্রশাসক ও কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল