রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তিকালে জমাকৃত প্রায় পঁচিশজন শিক্ষার্থীর জরুরি কাগজপত্র পোকা খেয়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক কাজী রবিউল আলম বলেন, ঘটনাটি জেনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। বিষয়টি একাডেমিক কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের গাফিলতি ও জবাবদিহিতার অভাবে এমন ঘটনা ঘটেছে। এই দায় বিভাগ এড়াতে পারে না। এটা দায়িত্ব অবহেলার চরম দৃষ্টান্ত।
নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইত্তেহাদুল ইসলামের ভাষ্যমতে, এখানে অফিসের স্টাফদের অবশ্যই গাফিলতি আছে। তারা অজুহাত দিচ্ছে যে, তিন মাস বিভাগ বন্ধ ছিল- এজন্য এমন অবস্থা হয়েছে। কিন্তু আমাদের কাগজপত্রগুলো বিভাগের অফিসের ফ্লোরে পড়ে ছিল। এজন্য সহজেই পোকা কেটে নিছে। তারা এটি উঠিয়ে নিতে বলেছিল তিন-চার মাস আগে। এখন তারা এটা বলারও চেষ্টা করছে যে, আমরা ডকুমেন্টস ফেরত নিতে বলেছি। আপনারা নেননি, এক্ষেত্রে আপনাদের দোষ। সোজা বাংলায় ভিকটিম ব্লেমিং করার চেষ্টা করছে আমাদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ