আগামী মঙ্গলবার অথবা এক-দুই সপ্তাহ পরে অনলাইন ক্লাস বাতিল করা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
নবনিযুক্ত উপাচার্য বলেন, এটা একটি সময়ের জন্য ঠিক ছিল কিন্তু এখন আর প্রয়োজন নেই। যেহেতু আমরা সবকিছুতে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছি তাহলে অনলাইন ক্লাসের এ সিদ্ধান্ত শিগগিরই বাতিল করা হবে। আশা করি এটা তোমাদের আর বলতে হবে না।
রবিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষক-ছাত্র-,কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
উপাচার্য আরও বলেন, আগামী মঙ্গলবার অথবা এক-দুই সপ্তাহ পরে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত