শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ১৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার উত্তরায় অবস্থিত রিয়েল থাই স্কাই ক্যাফেতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের এএমএমটি, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও তারা তাদের বর্তমান কর্মকান্ড এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি র্যাফেল ড্র’র আয়োজন করা হয়, যা চলে রাত ১০ টা পর্যন্ত।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মাধ্যমে এই ধরনের আয়োজন যেন প্রতি বছরই করা হয় তার প্রত্যাশা করেন। এছাড়াও একটি অ্যালামনাই গড়ার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/হিমেল