দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এছাড়াও আরও দু’ দিন সাপ্তাহিক ছুটিসহ মোট ছয়দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস। তবে আবাসিক হলগুলো ও জরুরি সেবা চালু থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
অফিস আদেশে বলা হয়, দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ১২ অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।
বিডি প্রতিদিন/একেএ