যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, যৌন হয়রানির অভিযোগের পর বিভাগের তদন্ত কমিটি প্রাথমিকভাব অভিযোগের সত্যতা পায়। বিভাগের প্লানিং কমিটির চিঠি ও আইন উপদেষ্টার মতামতের প্রেক্ষিতে তাকে সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রতিবেদনে পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের পরিচালক অধ্যাপক ডিল আরা হোসেন জানান, 'অভিযোগ পেয়েছি। এটা নিয়ে শিগগিরই কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়া হবে।'
এর আগে, গত ২৬ আগস্ট সাদিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যার প্রেক্ষাপটে বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিভাগ। কমিটির প্রাথমিক প্রতিবেদন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ৫৩৩নং সিন্ডিকেটে অভিযুক্ত শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আশিক