সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারির জন্য একদিনের আল্টিমেটাম দিয়েছেন ৩৫ প্রত্যাশী চাকরিপ্রার্থীরা।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে (ডুজা) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এ কর্মসূচি অনুযায়ী রবিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সোমবার বেলা ১১টায় কঠোর কর্মসূচি নিয়ে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
কর্মসূচি ঘোষণা দিয়ে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সংসদের অন্যতম সমন্বয়ক মো. রুমান কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটি বয়স বাড়ানোর সুপারিশ করলেও এখনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। আমরা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, তাদের সুপারিশের পর প্রজ্ঞাপনের দায়িত্ব সরকারের। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির কথা ছিল কিন্তু তা দেওয়া হয়নি। আগামী রবিবারের মধ্যে প্রজ্ঞাপন যদি না দেওয়া হয়, তাহলে সোমবার বেলা ১১টায় কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, প্রজ্ঞাপন জারি দীর্ঘায়িত করা হলে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা আবার মাঠে নেমে আসবে। ফলে স্বৈরাচারের দোসররা আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করবে। তারা আমাদের ব্রেনওয়াশ করতে চাইবে। সুতরাং শিক্ষার্থীদের বারবার মাঠে নামিয়ে স্বৈরাচারের দোসরদের সুযোগ করে দেবেন না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন ৩০ বছর। বয়সসীমা ৩৫ করার দাবিতে কয়েক বছর ধরেই নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেই দাবি একাধিকবার নাকচ করে দেয়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই দাবি ফের জোরালো হলে ৩০ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
এদিকে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীদের ৩৭ বছর।
বিডি প্রতিদিন/এমআই