Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৬ ০০:০৭
ক্যারিয়ার টিপস
ক্যারিয়ার ডেস্ক
ক্যারিয়ার টিপস

কোনো কাজ ‘পরে করব’ বলে ফেলে রাখবেন না। অফিসে কাজ চলাকালীন অজস্র ফোন নম্বর বা অ্যাপয়েনমেন্ট নোট করতে হতে পারে। হঠাৎ নতুন কাজ এসে যাওয়াও অসম্ভব নয়। বেশিরভাগ সময়ই হাতের কাছে পড়ে থাকা কাগজে কোনো মতো করে জরুরি মেসেজ লিখে, আমরা পরে ভুলে যাই। এই সমস্যা এড়াতে ফোনে কথা বলার সময় বাজে কাগজে জরুরি তথ্য লিখলেও যত তাড়াতাড়ি সম্ভব ফেয়ার করে লিখে নিন।  অফিস থেকে বাড়িতে ফোন করার জন্য একটা নির্দিষ্ট সময় রাখুন।  কাজের চাপ যতই হোক না কেন, দুপুরের লাঞ্চ বা ইভনিং স্ন্যাক্স মিস করবেন না।

এই পাতার আরো খবর
up-arrow